![]() |
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে মঙ্গলবার (৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
সোমবার এক বিবৃতি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কারদাহায় সিরিয়ায় পূর্ববর্তী শাসনামলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্রভাণ্ডার ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি দখলদার বিমান তারতুস শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
সিরিয়ান সূত্রের বরাতে রয়টার্স বলছে, সিরিয়ার সাবেক সেনাবাহিনীর তিনটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে রাডার স্টেশন ও অস্ত্রভাণ্ডারও আছে।
গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সময়েই
দামেস্ক থেকে পালিয়ে মস্কোতে যান বাশার। বাশারের পতনের পর সিরিয়ায় শতাধিক
হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, বাশার আমলের অস্ত্র
যেন সন্ত্রাসীদের হাতে না যায় তাই তারা হামলা চালাচ্ছে।
إرسال تعليق