রমজানের দ্বিতীয় দিন গতকাল সোমবারও রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে আকারভেদে প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকা। যা রমজান শুরুর এক সপ্তাহ আগেও ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলেছেন, চলতি মৌসুমে এবার লেবুর উৎপাদন কম হয়েছে। বাজারে তাই সরবরাহও কম। এ ছাড়া অন্য সময়ের চেয়ে রমজানে লেবুর চাহিদা বৃদ্ধি পায়। এবার মোকামেও লেবুর দাম বেশি বলে তারা জানান। ব্যবসায়ীরা বলেন, লেবুর মোকামগুলোতে এখন আকারভেদে প্রতি হালি লেবু ৪০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও মোকামে বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকায়।
লেবুর এ চড়া দাম প্রসঙ্গে গতকাল কথা হয় রাজধানীর তুরাগ এলাকার নতুনবাজারের লেবু বিক্রেতা আমিনুলের সঙ্গে। একটি ঝুড়িতে করে তিনি এই বাজারে সারা বছরই লেবু বিক্রি করেন। তিনি বলেন, রমজানে লেবু নিয়ে ক্রেতাদের কাড়াকাড়ি লেগে যায়। শরবত ছাড়া ইফতারিতেও অনেকে লেবু ব্যবহার করেন।
Post a Comment